গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশালের ১৭টি উন্নয়ন প্রকল্পের উদ্ধোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গনভবন থেকে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. নজিবুর রহমান। পরে প্রধানমন্ত্রী বরিশাল জেলার ৪টি উপজেলার ১৪টি ইউনিয়নে উচ্চগতির ইন্টারনেট কানেকটিভিটি, হিজলা থানা ভবন, বাকেরগঞ্জ ফায়ার স্টেশন এবং বরিশাল সদর (দক্ষিন) ফায়ার স্টেশন উন্নয়ন প্রকল্পের উদ্ধোধন ঘোষনা করেন।
এদিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশালের ১৭টি উন্নয়ন প্রকল্পের উদ্ধোধন উপলক্ষ্যে আনন্দ র্যালি করেছে জেলা প্রশাসন কর্তৃপক্ষ। এতে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহন করে। র্যালিটি নগরের সার্কিট হাউজ থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে অশ্বিনী কুমার হলের সামনে এসে শেষ হয়।