শেখ সুমন:
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বরিশালে জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল ৯টায় নগরীর সদর রোডের আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে রক্ষিত বঙ্গবন্ধু এবং জাতীয় ৪ নেতার প্রতিকৃতিকে প্রথমে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
এরপর জেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি এবং মহানগর আওয়ামী লীগের পক্ষে সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর ও সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।
পরে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন পর্যায়ক্রমে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।
এ সময় মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, ১৫ আগস্ট, ৩ নভেম্বর এবং ২১ আগস্ট একই সুতায় গাথা। স্বাধীনতা বিরোধী মৌলবাদী চক্র জামায়াত এই দেশের অগ্রযাত্রাকে ব্যহত করতে বার বার অপচেষ্টা করে যাচ্ছে। সব বাধা বিপত্তি উপক্ষো করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে জনগন আবারও শেখ হাসিনারে নেতৃত্বে আওয়ামী লীগকে পুনসমর্থন দেবে বলে আশা করেন তিনি।
৩ নভেম্বরের কর্মসূচী শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন করতে আওয়ামী লীগ কার্যালয় সহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।
এদিকে জেলহত্যা দিবস উপলক্ষ্যে সন্ধ্যায় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।