বরিশাল মহানগর আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এর ৪৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে, বরিশাল মহানগর যুবলীগ এর আয়োজনে ১৯ই নভেম্বর রাত ১২ টা ১ মিনিট এ কেক কাটার ও আতশবাজির আয়োজন করা হয়,নগরীর মুন্সিগ্যারেজ এই জন্মদিন পালন উৎসবটি আয়োজন করা হয়।
এ সময়ে উপস্থিথি ছিলেন মহানগর আওয়ামীলীগ কার্যকরী সদস্য যুবলীগ নেতা শেখ আরাফাত জামান বাবু, ও ১৯ নং ওয়ার্ড যুবলীগ আহবায়ক ইব্রাহিম কামাল,মহানগর যুবলীগ সাবেক সদস্য আলতাফ আবদুল্লাহ,বরিশাল মহানগর আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি ও সাবেক বাকসু সদস্য মো:পলাশ চৌধুরী, ১৯ নং ওয়ার্ড যুবলীগ যুগ্ন আহবায়ক সুজন ভুইয়া,যুবলীগ নেতা শফিক খান,কামরুজ্জামান লিখন,মিজান চৌধুরী,ডনি,রিয়াজ ভুইয়া,ফয়সাল,শাওন শেরওয়ানী,সুফল,রুকু,খোকন দাস,রুবেল মোল্লা,হেমায়েত উদ্দিন,জসিম, সবুজ সহ শতাধিক যুবলীগ নেতাকর্মী জন্মদিন পালন অনুস্ঠানে উপস্থিত ছিলেন।