অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পেয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোশারফ হোসেন। মঙ্গলবার (০৬ নভেম্বর) এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির এই আদেশ দেয়া হয়।
ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা মোশারফ হোসেন আগস্ট মাসে বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রধান হিসেবে যোগদান করেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) মোশারফ হোসেন অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়ায় তাকে আজ বরিশাল মট্রোপলিটন পুলিশ বিএমপির পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।