তবে এ জন্য তাদের নিতে হয়েছে মার্কিন লাইসেন্স।
যুক্তরাষ্ট্র ও ভারতে তাদের বিয়ে বৈধ বলে গণ্য হয় সে লক্ষ্যেই এ লাইসেন্স নিতে হল প্রিয়াংকা-নিক জুটিকে।
এবার ১০ বছরের ছোট ভিনদেশিকে বিয়েতে আর কোনো বাধা রইল না দেশিগার্ল প্রিয়াংকার।
ই-নিউজ ও দ্য ব্লাস্টসহ বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিয়ের জন্য ইতিমধ্যে লাইসেন্স পেয়েছেন এ তারকা জুটি।
জানা গেছে, নিয়মানুযায়ী এ লাইসেন্সপ্রাপ্তির ৩০ থেকে ৬০ দিনের মধ্যে বিয়ে করতে হবে প্রিয়াংকা ও নিককে।
‘দ্য ব্লাস্ট’ সূত্রে খবর, গত সপ্তাহে লাইসেন্সের কাগজপত্র তৈরি করতে প্রিয়াংকা ও নিক বেভারলি হিলসের আদালতে গিয়েছিলেন।
লাইসেন্সটি বিয়ের দিন রাজস্থানের যোধপুরে নিয়ে আসবেন তারা।
প্রসঙ্গত, আগামী ১ ডিসেম্বর যোধপুরের উমেদ ভবনে সানাই বাজবে প্রিয়াংকা চোপড়ার। নভেম্বরের ২৯ ও ৩০ তারিখে রয়েছে সংগীত ও মেহেদি অনুষ্ঠান।
এর আগে গত আগস্ট মাসে নিজ বাড়িতে রোকা অনুষ্ঠান সেরে ফেলেছেন প্রিয়াংকা।
জানা গেছে, এমন হাইপ্রোফাইল বিয়েতে মাত্র ২০০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
নিমন্ত্রণের তালিকা থেকে বাদ পড়েছেন দেশিগার্লের সাবেক প্রেমিকরা।