ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় জরুরি বার্তা আদান-প্রদানের জন্য নিয়ন্ত্রণকক্ষ (কন্ট্রোলরুম) খুলেছে বরিশাল পানি উন্নয়ন বোর্ড। ঘূর্ণিঝড়ের আঘাতে নদী ভাঙন, পাউবোর বাঁধ, নদী তীরের সংরক্ষণ কাজ ক্ষতিগ্রস্ত হলে দ্রুত ব্যবস্থা গ্রহণ লক্ষে তথ্য সরবরাহের জন্য এই কন্ট্রোলরুম খোলা হয়েছে। পাশাপাশি আপদকালীন সময়েও যে কোন খবর জানালে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন সংস্থটির বরিশাল বিভাগীয় কর্মকর্তা জুলফিকার হাওলাদার।
যে কোন প্রয়োজনে: সহকারি প্রকৌশলী জাবেদ ইকবাল (০১৭৪০-৪৩১৪৩২), সহকারি পরিচালক হাসিবুর রহমান (০১৭৩৬-৯৮৪৯৪৯) এবং সহকারি প্রকৌশলী রিপন সাহা (০১৮৭৮-৮১৮৮৯৬)।