স্টাফ রিপোর্টার//শামীম ইসলাম:
সদিচ্ছা থাকলেই সমাজের হতদরিদ্র মানুষের সেবা করা যায়। তারই প্রমান রাখলেন ছাত্রলীগের সদস্য আবিদুর রহমান ইমন। সমাজের উচ্চবিক্ত ও নিম্নবিত্তের মাঝে বিভেদের দেওয়াল তুলে দিতে স্থাপন করলেন মানবতার দেয়াল।
বরিশাল নগরের ভাটিখানার মুখে একটি দোকানের দেয়ালে গরীব অসহায় মানুষের সেবা করার উদ্দেশ্যে স্থাপিত এই দেয়ালে যে কোন সামর্থবান ব্যাক্তি তাদের অব্যবহ্নিত পোষাকসহ যে কোন জিনিস ওই স্থানে রেখে আসবেন। অন্য দিকে হতদরিদ্র যাদের ক্রয় করার ক্ষমতা নেই তারা তাদের প্রয়োজনীয় পোষাক কিংবা বস্তুু ওই স্থান থেকে নিয়ে আসবেন।
এবিয়য়ে স্থানীয় মসজিদের ইমাম বলেন, ওনারা যা করছেন তার কোন তুলনা নেই। এধরনের বিষয় বরিশালে এই প্রথম। আমরা আল্লাহর কাছে দোয়া কমনা করি যাতে আল্লাহ তাদের মানুষের সেবা করার মনবাসনা পূর্ন করেন।
তবে ভিন্নতর মন্তব্য করেছেন স্থানীয় সাংবাদিক খাজা পিকু। তিনি বলেন,শুধু মানবতার দেয়াল স্থাপন করলেই চলবেনা। নিয়মিত এটির দেখভালসহ টোকাইদের হাত থেকে রক্ষার জন্য নিরাপত্তার বিষয়টিও দেখতে হবে। বিষয়টি নিয়ে আলাপকালে মানবতার দেয়ালের উদোক্তা আবিদুর রহমান ইমন বলেন,আমার অবস্থান থেকে সমাজের জন্য কিছু করার তাগিদ থেকেই এটি স্থাপন করেছি।
আমাদের পরিকল্পনা আছে,নগরের মডেল স্কুল,বিএম কলেজসহ নগরের বিভিন্ন স্থানে এই মানবতার দেয়াল স্থাপন করবো।
ঈমনের এই মহৎ উদ্যোগ ’মানবতার দেয়াল‘ বরিশাল নগরীর সবার দৃষ্টি আকর্ষণ করেছে।