সোমবার , ১৩ নভেম্বর ২০১৭ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

মহিউদ্দিন চৌধুরীকে দেশের বাইরে নেওয়া হবে

প্রতিবেদক
banglarmukh official
নভেম্বর ১৩, ২০১৭ ১১:০২ পূর্বাহ্ণ

উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র  এবিএম মহিউদ্দিন চৌধুরীকে দেশের বাইরে নিয়ে যাওয়া নেওয়া হবে।

সোমবার সকালে দেশের শীর্ষ স্থানীয় একটি অনলাইন পোর্টালকে একথা জানিয়েছেন তার ছেলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেন, রবিবার রাতে প্রথম দফায় ডায়ালাইসিস সম্পন্ন হয়েছে। বর্তমানে বাবার অবস্থা স্থিতিশীল রয়েছে।

ডাক্তারের বরাত দিয়ে মহিবুল হাসান চৌধুরী বলেন, তিনি এখন আশঙ্কামুক্ত। প্রাথমিকভাবে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে হৃদরোগজনিত সমস্যায় তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।

তিনি আরও বলেন, বিদেশ নিয়ে যাওয়ার জন্য আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। সবার সঙ্গে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে।

প্রসঙ্গত, উন্নত চিকিৎসার জন্য এবিএম মহিউদ্দিন চৌধুরীকে রবিবার বিকালে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন আওয়ামী লীগের বর্ষীয়ান এই নেতা।

সর্বশেষ - প্রচ্ছদ