কলাপাড়া প্রতিনিধি//মোঃ হানিফ খান:
পটুয়াখালীর কলাপাড়ায় মায়ের সাথে অভিমানে গলায় ফাঁস লাগিয়ে সুখি (১২) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।
ঘড়ের আড়ার সাথে ওড়না জড়িয়ে গলায় ফাঁস নেয় ওই স্কুল ছাত্রী। বুধবার বেলা সাড়ে ১১টায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করেছে কলাপাড়া থানা পুলিশ।
সুখী বরগুনার আমতলী উপজেলার আমরাগাছিয়া গ্রামের দিনমজুর সেরাজুল ফকিরের মেয়ে। সেরাজুল কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকায় ভাড়াটিয়া বাসায় থাকতেন। নিহতের পরিবার ও প্রতিবেশীদের সূত্রে জানা যায়, সুখি নারায়ণগঞ্জের পাগাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীর ছাত্রী।
কলাপাড়া থানা ওসি (তদন্ত) আলী আহম্মেদ জানান, মেয়েটি ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ছিল। কিন্তু মা যেতে বাধা দেওয়া ঘরের দরজা বন্ধ করে আড়ার সাথে গলায় ওড়না পেছিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। লাশ উদ্বার করা হয়েছে। ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে।