28 C
Dhaka
জুলাই ১০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল রাজণীতি

মেহেন্দিগঞ্জে বিএনপির ২৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বরিশালের মেহেন্দিগঞ্জে বিএনপির ২৬৪ জন নেতাকমীর বিরুদ্ধে আরও দু’টি মামলা হয়েছে। মেহেন্দিগঞ্জ থানার এসআই মোস্তফা কামাল বাদী হয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুক্তা, উপজেলা যুবদলের আহ্বায়ক রিয়াজ শাহীন লিটন এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক  রেজাউল খানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ৪১ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করে গত রবিবার রাতে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা (নম্বর-২) দায়ের করেন।  থানার এসআই আব্দুর রবকে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

অপরদিকে, গত ৩ নভেম্বর রাতে একই উপজেলার শ্রীপুর ইউনিয়নের মাছ বাজার এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে পরদিন ৪ অক্টোবর মেহেন্দিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আমির হোসেন। তার দায়ের করা মামলায় শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি কাজী শাখাওয়ার হোসেন ও সাধারন সম্পাদক নয়ন জোমাদ্দার এবং শ্রীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি রাজ্জাক শেখ ২৩ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা দেড়শ’ জনকে আসামি করা হয়েছে। মামলায় উল্লেখিত ঘটনাস্থল থেকে ২টি ককটেল, বিস্ফোরিত ককটেলের আংশিক আলামত, ১০টি লোহার রড এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জব্দ তালিকায় উল্লেখ রয়েছে। থানার এসআই শাহজালাল রাড়িকে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

বরিশাল জেলা (উত্তর) বিএনপি’র সভাপতি স্থানীয় সাবেক এমপি মেজবাউদ্বিদন ফরহাদ অভিযোগ করেন, শুধু এই দু’টি নয়, এর আগেও তার নির্বাচনী এলাকার মেহেন্দিগঞ্জ ও হিজলা থানায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক ‘গায়েবি’ মামলায় দলের কয়েকশ’ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. শাহিন খান জানান, ‘গায়েবি’ মামলা কিভাবে হয় তা তিনি জানেন না। ওই রাতে বিস্ফোরণের শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিছু আলামত উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official