স্টাফ রিপোর্টার//রেজয়ানুর রহমান সফেন:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে দেশ স্বাধীন হওয়ার পর স্বাধীন বাংলাদেশে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যাক্তিগত রাজনৈতিক সচিব ও একান্ত ঘনিষ্ঠ সহচর। অবিভক্ত ঢাকার প্রথম জনগনের ভোটে নির্বাচিত সফল মেয়র। ঢাকা মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি ৯৬ এর জনতার মঞ্চের মহানায়ক মরহুম মেয়র মোহাম্মদ হানিফ ২০০৬ সালের ২৮ নভেম্বর তৎকালীন এক রাজনৈতিক মঞ্চে বক্তিত্বা দেয়ার সময় মৃত্যুবরন করে অাজ তার ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেয়র মোহাম্মদ হানিফ স্মৃতি সংসদ বরিশাল মহানগর শাখার নেত্রীবৃন্দ বরিশাল নগরীর রুপাতলী দারুল অাজিজিয়া হুফফাজ মাদ্রাসায় এক দোয়া ও অালোচনা সভার অায়োজন করেন উক্ত সভায় মেয়র হানিফের বর্নাঠ্য রাজনৈতিক জীবনী নিয়ে অালোচনা করা হয় সভায় উপস্হিত ছিলেন বরিশাল মহানগর শাখার সাধারন সম্পাদক কে.এম.মেহেদী হাসান বাপ্পী,সহ-সভাপতি মো:জাহিদ হোসেন জুয়েল সরদার,যুগ্ন-সাধারন সম্পাদক: রবিন ইসলাম রবি,অর্থ সম্পাদক সিদ্দিকুর রহমান শান্ত,প্রচার সম্পাদক তানজিমুন ইসলাম রিশাদ,নির্বাহী সদস্য রবিউল ইসলাম রাকিব সহ সংগঠনের অনেক নেতৃবৃন্দ।।