স্টাফ রিপোর্টার//শাওন অরন্য:
বরিশালে রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন এর নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হল আজ। শনিবার বিকাল ৪ঃ১৫ মিনিটে বরিশাল নগরীর ব্লেস পার্কে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাওন অরন্য সহ অন্য সদস্যবৃন্দ। মাসিক সভা সঞ্চালন করেন রুমা আখতার। পরিচিতি পর্বের মাধ্যমে সভা শুরু হয়। পরবর্তী কাজের বিষয় দিক নির্দেশনা প্রদান করেন সভাপতি শাওন অরন্য। সচেতনতা মূলক ক্যাম্পিং এবং উইন্টার প্রোজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় আজকের সভায়। নতুন সদস্য আরেফিন পারভেজ, আফরিন নুর আনিকা এবং আর কে রেদোয়ানকে গ্রুপে স্বাগতম জানানো হয়। বিকাল ৪ঃ১৫ মিনিটে আজকের সভা শুরু হয়ে সন্ধ্যা ৫ঃ১৫ মিনিটে শেষ হয়।