Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক প্রচ্ছদ

সৌদি প্রিন্সসহ ২০১ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ

সৌদি আরবে দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে ১০০ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগে বহু ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিবিসি জানিয়েছে, জিজ্ঞাসাবাদের আওতায় আনা ব্যক্তিদের মধ্যে সিনিয়র প্রিন্স, মন্ত্রী ও প্রভাবশালী ব্যবসায়ী রয়েছেন।
গত প্রায় এক সপ্তাহ ধরে দেশটির রাজধানী রিটজ কার্লটন হোটেলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সৌদি আরবের অ্যাটর্নি জেনারেল শেখ সাউদ আল-মুজিব জানান, মোট ২০৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হলেও, এর মধ্যে সাতজনের বিরুদ্ধে কোনো অভিযোগ না এনেই ছেড়ে দেওয়া হয়েছে। তবে তিনি জিজ্ঞাসাবাদের আওতায় থাকা ব্যক্তিদের নাম প্রকাশ করেননি। তিনি বলেন, তাদের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ রয়েছে।
শেখ সাউদ আল-মুজিব একথাও নিশ্চিত করেছেন জিজ্ঞাসাবাদের কারণে দেশটিতে স্বাভাবিক ব্যবসা বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না। কারণ শুধু ওইসব ব্যক্তিদের অ্যাকাউন্টই জব্দ করা হয়েছে।
নতুন করে গঠিত দুর্নীতি বিরোধী কমিটির উদ্যোগে এ তদন্ত চলছে বলেও জানান শেখ সৌদ আল-মুজিব। যার দায়িত্বে রয়েছেন ৩২ বছর বয়সী নতুন ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন সালমান।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official