নিজস্ব প্রতিবেদক:
‘চলো চলো ঢাকা চলো” আজ বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনের আওয়ামীলীগ দলীয় নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী সকল সংসদ-সদস্য প্রার্থীগন বিসিসি মেয়র সাদিক অাবদুল্লাহর সাথে সবাই একত্রে লন্চ যোগে বরিশাল হইতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করবেন।
স্থানীয় সরকার মন্ত্রনালয় ও পল্লীউন্নয়ন সমবায় মন্ত্রনালয় এর সংসদীয় কমিটির চেয়ারম্যান,জেলা আওয়ামীলীগ সভাপতি,(মন্ত্রী) আলহাজ্জ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এর নেতৃত্বে,দলীয় নমিনেশন ফরম ক্রয় করবেন ও দাখিল করবেন।
এই কর্মসূচী সফল করার লক্ষ্যে গতকাল সন্ধায় সিটি মেয়রের বাসভবনে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মুল্যবান বক্তব্য ও দিক নির্দেশনা দিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। সকল নেতাকর্মীর উদ্দেশ্য র্সিটি মেয়র তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী অাপনাদের অনুরোধ রেখে আমাকে মেয়র নমিনেশন দিয়েছেন এবং আপনারা আমাকে বিজয়ী করেছেন, বরিশাল এর মাটি নৌকায় ঘাটি এটা আবার প্রমান করে দিতে হবে, আসছে ২৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনীত বরিশাল সদর-৫ আসনের নৌকার প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করে জননেত্রীকে এই আসন উপহার দিতে হবে।
বরিশাল মহানগরের ৩০টি ওয়ার্ড ও সদরের ১০টি ইউনিয়ন সহ সকল সহযোগি সংগঠনের সহস্রধীক নেতাকর্মীকে নিয়ে ঢাকার সদর ঘাট হইতে ধানমন্ডির দলীয় কার্যালয় পথ-যাত্রায় রেলী সহকারে পৌছাবেন বলে দলীয় সূত্রে জানা যায়।
উক্ত প্রস্থতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বরিশাল সদর-৫ আসনের সংসদ-সদস্য জেবুন্নেসা আফরোজ,মহানগর আওয়ামীলীগ সভাপতি (এমপি প্রার্থী) গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সদর উপজেলা চেয়ারম্যান (এমপি প্রার্থী) সাইদুর রহমান রিন্টু সহ -বিসিসি কাউন্সিলরগন ও সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত সভার সঞ্চালনা করেন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর গাজী নইমুল হোসেন লিটু।