মুজিববর্ষের আহবান, যুব কর্মসংস্থান’ এই শ্লোগানকে সামনে রেখে বরিশালে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বরিশাল যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক নূরে আলম আকতার সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও যুব উদ্যোক্তরা।
