Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী

 

নলছিটি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সিকদারের বিরুদ্ধেএকটি কুচক্রী মহল স্বার্থসিদ্ধি হাসিল করতে ব্যর্থ হওয়ায়। স্বনামধন্য চেয়ারম্যান এর বিরুদ্ধে নানা বিধ ষড়যন্ত্রসহ অপপ্রচারের প্রতিবাদে
রোববার (১ নভেম্বর) দুপুরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। সুবিদপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন।
মানববন্ধনে বক্তব্য দেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম খান, জাহিদ হাসান, মহিলা আওয়ামী লীগ নেত্রী পারভিন বেগমসহ আরো অনেকে।
বক্তারা বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেরে একটি চক্র বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান সিকদারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারই ধরাবাহিকতায় জনপ্রিয় চেয়ারম্যান মান্নান হাওলাদারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচার শুরু করেছে ওই চক্রটি। তাদের মিথ্যা অপপ্রচার বন্ধ করা না হলে কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেন বক্তারা।মানববন্ধনে দলীয় নেতাকর্মীসহ এলাকার কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।
উল্লেখ্য, সম্প্রতি ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্য ও এলাকার একটি চক্র বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নানের বিরুদ্ধেপ্রতিহিংসায় মানববন্ধনসহ নানা অপপ্রচার করেকরে তার ভাবমূর্তি ক্ষুন্ন করা স্থানীয় আওয়ামী লীগ ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official