স্টাফ রিপোর্টার // সাইফুল ইসলাম :
বাংলাদেশ আওয়ামী যুবলীগের পূর্নাঙ্গ কমিটি গতকাল ঘোষনা করা হয়েছে।ঘোষিত কমিটিতে স্হান পাওয়া নেতা কর্মীরা সকলেই যোগ্য এবং দলের জন্য নিবেদিত বলে জানান যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান ও সাধারন সম্পাদক।এবার কেন্দ্রীয় যুবলীগের কমিটিতে স্হান পেয়েছে অনেক নতুন মুখ,এদের মধ্যে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ন-সম্পাদক ও সাবেক সভাপতি,ডা মনজুরুল ইসলাম ভূইঁয়া রাফি সবচেয়ে কনিষ্ঠ কর্মী হিসাবে ঘোষিত কমিটিতে সহ সম্পাদক নির্বাচিত হয়ে সকলের দৃষ্টি গোচর হন।তার সম্পর্কে যাচাই করে জানা যায়,সে পেশায় ডাক্তার হওয়া সত্তেও দলের জন্য নিবেদিত একজন কর্মী।আর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তরুন ও দলের জন্য পরিশ্রম করা কর্মীদের কে বেশি মূল্যায়ন করার আশ্বাস দিয়েছেন,আর সেই আশ্বাসের বাস্তব উদাহরন কেন্দ্রীয় যুবলীগের সদ্য ঘোষিত কমিটি।নব নির্বাচিত সহ-সম্পাদক ডা মনজুরুল ইসলাম ভূইঁয়া রাফির সাথে যোগাযোগ করা হলে তিনি এই পদে আসিন হওয়ায়,দেশের সফল রাষ্ট্রপ্রধান,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ,সাধারন সম্পাদক মাইনুল হোসেন নিখিল ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ শুভেচ্ছা এভিনন্দন জানান।তিনি বলেন আমাকে মূল্যায়ন করে যে পদে নির্বাচিত করা হয়েছে তাতে আমি কৃতজ্ঞ এবং ভবিষ্যতে দলের প্রয়োজনে এবং দলের ভাবমূর্তি রক্ষার্থে যে কোন কিছু করতে আমি সর্বদা প্রস্তুত আছি।তিনি কেন্দ্রীয় যুবলীগের নব নির্বাচিত সকল নেতা কর্মীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
