29 C
Dhaka
এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা প্রচ্ছদ

আক্রমণাত্মক শুভাশিসকেই ‘সরি’ বললেন মাশরাফি

চিটাগং ভাইকিংসের দেওয়া ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ব্যাট করছিল রংপুর রাইডার্স। তখন ইনিংসে ১৭তম ওভারের খেলা চলছিল। শুভাচিটাগং ভাইকিংসের দেওয়া ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ব্যাট করছিল রংপুর রাইডার্স। তখন ইনিংসে ১৭তম ওভারের খেলা চলছিল। শুভাশিসের ইয়র্কার লেন্থের বল ঠেকান ব্যাটসম্যান মাশরাফি। নিজের বলে ফিল্ডিং করেই বল মাশরাফির দিকে ছুড়ে মারতে উদ্যত হলেন শুভাশিস। মাশরাফি হাত ইশারায় বললেন, ‘যা’।

এতে আরও ক্ষিপ্ত হয়ে যান শুভাশিস। তেড়ে ‍যান মাশরাফির দিকে। সতীর্থরা এসে যখন শুভাশিসকে টেনে নিচ্ছিলেন তখনও আক্রমণাত্মক ভঙ্গি করতে থাকেন তিনি। বাকিটা মাশরাফি শুধু তাকিয়ে লক্ষ্য করেন। মাশরাফির মতো একজন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে শুভাশিসের এমন আচরণে সবাই হতবাক।

স্বাভাবিকভাবেই ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসল এই প্রসঙ্গ। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘আমি মনে করি, আই শুড সে সরি টু হিম। আমারই সরি বলা উচিত। ক্রিকেটেরই অংশ। হয়ে থাকে এমন। ওর জায়গা থেকে হয়ত ঠিকই আছে। সে জিততে চায়, আমিও জিততে চাই। যেহেতু সে আমার ছোট, আমার আরেকটু মাথা ঠাণ্ডা রাখলে ভালো হতো। সিরিয়াস কিছু হয়নি অবশ্যই। আমি জানি না, ওর কি করা উচিত ছিল। কিন্তু সিনিয়র হিসেবে আমার আরেকটু শান্ত থাকলে ভালো হতো।’

সংবাদ সম্মেলন শেষে বেরিয়ে যাওয়ার সময় এক সংবাদ কর্মী বললেন ‘দেশের একজন ক্রিকেটার আপনার দিকে তেড়ে আসছে হয়তো এই অভিজ্ঞতাটাই বাকি ছিল’! মাশরাফি হেসে বলেন, ‘ছেলেরা সব স্মার্ট হয়ে যাচ্ছে, ভালোই।’ ‘ঘটনা যা ছিল, তা সিরিয়াস কিছু নয়। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে এ রকম হয়।

 

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official