বঙ্গবীর কাদের সিদ্দিকীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী এডভোকট দেওয়ান মারুফ সিদ্দিকী।
এ ব্যাপারে তিনি একটি ফেসবুক স্ট্যাটার্সও দিয়েছেন। ফেসবুক স্ট্যাটার্সে তিনি বলেন- জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল সাহেব ধানের শীষ নিয়ে বাংলার যে কোনো আসন থেকে লড়বেন আমার সাথে নৌকা প্রতীকে। কামাল সাহেব যদি আমার চেয়ে একটা ভোট বেশি পান আমি স্বেচ্চায়, সজ্ঞানে অন্যের বিনা প্ররোচনায় আজীবনের জন্য দেশান্তরী হবো। আমার দেশান্তরী হওয়ার জন্য কেউ দ্বায়ী থাকবে না।
তিনি বলেন- তিনি (কাদের সিদ্দিকী) যেন আমার চ্যালেঞ্জটি গ্রহণ করে সিদ্দিকী নামের সম্মানটুকু অক্ষুন্ন রাখেন। নতুবা তওবা করে আজীবনের জন্য বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে বিষেদগার বন্ধ করেন। নতুবা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।
বিষয়টি নিয়ে ফেসবুকে অনেক তোলপার শুরু হয়েছে।
এ ব্যাপারে মারুফ সিদ্দিকী বলেন- সম্প্রতি কাদের সিদ্দিকী প্রধানমন্ত্রীকে নিয়ে একটি বাজে মন্তব্য করেন। কাদের সিদ্দিকী তার মন্তব্যে বলেন- ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসনো নির্বাচন করলে শেক হাসিনা তাঁর জামানত হারাবে। তাই আমি ড. কামালকে চ্যালেঞ্জ করলাম।