মে ১০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

কুরআনের আয়াত পোস্টের সঙ্গে ২ ছবি শেয়ার, কী বার্তা দিলেন আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল দুটি ছবি শেয়ার করে তার ক্যাপশনে পবিত্র কুরআনের একটি আয়াতের অনুবাদ পোস্ট করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই পোষ্ট দেন আইন উপদেষ্টা।

স্ট্যাটাসে আসিফ নজরুল লেখেন- আল্লাহ তায়ালা বলেন, ‘পৃথিবীতে দম্ভভরে পদচারণা কর না। নিশ্চয় তুমি তো ভূপৃষ্ঠকে কখনোই বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনোই পর্বত প্রমাণ হতে পারবে না। (সুরা বনী ইসরাইল বা ইসরা: ৩৭)

পোস্টের প্রথম ছবিতে দেখা যাচ্ছে, সেনানিবাসস্থ সেনাকুঞ্জে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস আলাপ করছেন। দ্বিতীয় ছবিটি কার্টুন। সেখানে নদীতে ফেলে দেওয়ার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।

ধারণা করা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সময় এই শীর্ষ দুই ব্যক্তিকে পদ্মার পানিতে চুবাতে চেয়েছিলেন। অথচ প্রায় দুই বছরের ব্যবধানে গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এজন্য ছবি দুটি ব্যবহার করেছেন আইন উপদেষ্টা।

সেই পোস্টে একজন কমেন্টে লেখেন, ‘অসাধারণ কথা কুরআনের আয়াতের সঙ্গে বাস্তবতার হুবহু মিল রয়েছে। ধন্যবাদ উপদেষ্টা মহোদয়।’

ফারহান রহমান চৌধুরী নামের একজন লেখেন, ‘আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন এবং যাকে ইচ্ছা সম্মান দান করেন আর যাকে ইচ্ছা অপমানে পতিত করেন। আপনারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই আপনি সর্ববিষয়ে ক্ষমতাশীল। ‘

জাহাঙ্গীর নামের একজন বলেন, অহংকার পতনের মূল, যারা খালেদা জিয়া এবং ড. মো. ইউনূসকে নিয়া কি কটুক্তি করত আজকে তারা কোথায়?

প্রসঙ্গত, ২০২২ সালের ১৮ মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বলেছিলেন, পদ্মা সেতুতে নিয়ে গিয়ে ওখান থেকে খালেদা জিয়াকে টুস করে নদীতে ফেলে দেওয়া উচিৎ। একই সঙ্গে পদ্মা নদীতে নিয়ে দুই চুবানি দিয়ে উঠিয়ে নেওয়া উচিত ড. ইউনূসকে। মরে যাতে না যায়।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official