পটুয়াখালীর গলচিপায় অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়িসহ ১৯টি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে গেছে। সোমবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার আমখোলা এলাকার বাদুরা বাজারে এই ঘটনা ঘটে।
আমতলী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রেজোয়ান এই তথ্য বরিশালটাইমসকে নিশ্চিত করেন।
তিনি জানান, পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাদুরা বাজারে দুপুরে গকুল ইলেকট্রনিক্স নামের দোকানে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগলে মুহূর্তেই পাশের দোকান ও বাসাবাড়িতে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের একটি ও বরগুনা জেলার আমতলী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বিকাল ৫টার দিকে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনে ৩টি বসতঘর ও ১৬টি ব্যাবসায় প্রতিষ্ঠান পুড়ে গেছে।