35.8 C
Dhaka
মে ১৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রচ্ছদ প্রশাসন বরিশাল

নগরীর ২৪ নং ওয়ার্ডে হিন্দু সংখ্যালগুর জমিতে ভূমিদস্যূদের হামলা ও সীমানা প্রাচীর ভাংচুর

নিজস্ব প্রতিবেদক:

গতকাল বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ড এর মীরা বাড়ি সংলগ্ন- হিন্দু সংখ্যালগু পরিবারের ক্রয় কৃত জমি রাতের আধারে অবৈধ দখলের উদ্দেশ্য জমির  দুই পাশের সীমানা প্রাচীর ভূমিদস্যূরা ভেঙ্গে ফেলে ও সংখ্যালগু পরিবারদের হুমকি ও ভয়ভীতি দেখান ও হিন্দু পরিবারের নিজ জমিতে ঘর নির্মান করতে বাধা দেয়।

এই ঘটনার পরবর্তিতে,গতকাল অসহায় হিন্দু সংখ্যালগু পরিবারের ক্রয় সূত্রে জমির মালিক মনোরন্জন দাষ, বরিশাল কোতয়ালী থানায় একটি জিডি দায়ের করেন, জিডি নং-R-৪৯৫১/১৮, তারিখ ২৯/১১/১৮ইং কোতয়ালী থানার দায়িত্তরত এসআই আলমগীর,সরেজমিনে ঘটনা স্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং অবৈধ দখলদার হামলা কারিদের পরিচয় এখনও পাওয়া যায়নি, তদন্ত পূর্বক ঘটনায় জরিতদের বিরুদ্দে ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান।

জমির দাগ খতিয়া নং- মৌজাঃরুপাতলী,জে এল নং -৮৬,এস,এ খতিয়ান নং ৭৫৩/৭৫৫ দাগ নং-৪৩০৬/৪৩০৭/৪৩০৮/৪৩০৯ বি এস ডি পি -২০৭৯/১,হাল দাগ-১৬২৪০/৯৬২৪১/১৬২৪৬ জমির পরিমানঃ৫’৮২শতাংশ।

উক্ত জমির দাগ নং এর সম্পত্তির ক্রয়সুত্রে বর্তমান মালিক হলেন,কমল দাষ পিতা: সুনিল চন্দ্র দাস, তার ভগ্নিপতি মনোরন্জন দাষ,পিতা:যোগেশ চন্দ্র দাস,অভিযোগ করেন বরিশাল মহানগর ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটির সভাপতি,জসিম উদ্দিন ১৩/০৩/১৮ইং তারিখ,জমির দালাল রুপাতলীস্থ লিলি পাম্প এর ম্যানেজার রফিক ও সহিদ এর মাধ্যমে কমল দাস ও মনোরন্জন দাস এর নিকটে শতাংশ প্রতি( তিন লক্ষ পঞ্চাশ হাজার)টাকা মুল্যে জমিটি বিক্রয় করেন,গত ২৫/০২/২০১৮ইং তারিখে (দুই লক্ষ) টাকায় বায়না চুক্তি সম্পাদিত হয় ও পরবর্তিতে ১৩/০৩/১৮ইং তারিখে (১৮,৩৭,০০০) টাকা পরিশোধ করে জসিমের নিকট হইতে দলিল চুক্তি সম্পাদিত হয়, সর্বমোট (বিশ লাক্ষ সাইত্রিশ হাজার) টাকা পরিশোধ করেন।

আট মাস পর কিছুদিন আগে–জমির দালাল রফিক জমির মালিক কমল/মনোরন্জন কে খবর দেয়,আপনাদের জমি অন্য লোকজন দখলে আসতে চায়,খবরটি শুনে,মনোরন্জন দাস তার শ্যালক শ্যামল দাস কে সাথে নিয়ে স্পটে গেলে,গাজী বংশের লোকজন নাকি এই জমির মালিক দাবি করতেছে, লোক মুখে এটা জানতে পারে,এর পর মনোরন্জন দাস ছাত্রলীগ মেয়াদ উত্তীর্ণ সভাপতি জসিমের নিকট গেলে,জসিম তাদেরকে বলেন আমি এ ব্যাপারে কিছুই করতে পারবো না,আমি রফিক ও সহিদ কে বায়না চুক্তি দিয়েছি এবং ওদের মাধ্যমেই আপনাদেরকে চিনি ও দলিল দিছি,আপনারা রফিক এর সাথে কথা বলেন,এই বলে খারাপ ভাষায় গালাগালি করে তারিয়ে দেন ও ভবিষ্যৎ এ কেনোদিন যদি এই বিষয় নিয়ে,আমার কাছে আসো তাহলে তোদেরকে দেশ ছাড়া করবো বলে হুমকি দেয়।

এর পর সংখ্যালঘু পরিবারটি অসহায় হয়ে পরে, মনোরন্জন দাষ বাংলার মুখ টুয়েন্টি ফোর প্রতিবেদককে জানান,তিনি একজন গ্রামীন ব্যাংকের অবসর প্রাপ্ত কর্মচারী শেষ সম্বল পেনশনের টাকা দিয়ে এই জমিটি রফিকের মাধ্যমে ছাত্রলীগ নেতা জসিমের নিকট হইতে ক্রয় করে বর্তমানে সহায়সম্বল হারিয়ে পথে বসার মতো অবস্থা। স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গের নিকট ঘটনাটি জানালে,প্রতিপক্ষ ছাত্রলীগ নেতা জসিম ও রফিক স্থানীয় প্রভাব শালী হওয়ার কারনে কেউ এদের বিরুদ্ধে মুখ খুলতে চায় না,তাই অভিলম্বে বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের নিকট অসহায় এই হিন্দু সংখ্যালগু পরিবারের পক্ষ হইতে সঠিক বিচারের দাবি ও জানান।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official