এপ্রিল ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন প্রচ্ছদ রাজণীতি

নির্বাচনের আগে বিকল্পধারার আদর্শ-চিন্তা বুঝতে চায় ভারত

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিকল্পধারার চিন্তাভাবনা কেমন, তা বুঝতে চায় ভারত। বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর (বি চৌধুরী) সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন।

আজ সোমবার দুপুরে বি চৌধুরীর আমন্ত্রণে তাঁর বারিধারার বাসভবন যান ভারতীয় হাইকমিশনার। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ভারতীয় হাইকমিশনের রাজনৈতিক সচিব রাজেশ সাইকি।

বৈঠক শেষে হর্ষ বর্ধন শ্রিংলা সাংবাদিকদের বলেন, বাংলাদেশের নির্বাচনে ভারতের কোনো সম্পৃক্ততা নেই। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। নির্বাচনের আগে বিকল্পধারার আদর্শ ও চিন্তা কেমন, তা বুঝতে চেয়েছেন তিনি।

ভারতীয় হাইকমিশনার চলে যাওয়ার পর বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান সাংবাদিকদের বলেন, বৈঠকে দুদেশের সুসম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া আগামী নির্বাচনে বড় প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সহায়তা প্রয়োজন—এ বিষয়টি নিয়েও কথা হয়েছে।

বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী বলেন, ভারতের সঙ্গে নদীর পানিবণ্টনের বিষয় নিয়ে বিকল্পধারা তাদের মনোভাব জানিয়েছে।

মহাজোটের সঙ্গে জোট বাঁধার বিষয়ে বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী বলেন, যুক্তফ্রন্টের সঙ্গে মহাজোটের সম্পর্ক হচ্ছে রাজনীতিতে এক নতুন পরিবর্তনের সূচনা। স্বাধীনতার সপক্ষ শক্তির সঙ্গে ঐক্য করে রাজনীতিতে পরিবর্তন আনার বিষয় নিয়েও ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য আবদুর রউফ মান্নান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official