এপ্রিল ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ আদালতপাড়া ঢাকা প্রশাসন

পাঁচ জনের যাবজ্জীবন: মোস্তফা হত্যায়

ঢাকার কেরানীগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মোস্তফা নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১২ নভেম্বর) ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ বজলুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শফিউদ্দিন, শাহাব উদ্দিন, সুমন, জসীম উদ্দিন ও অসিম উদ্দিন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৪ সালের ২২ সেপ্টেম্বর ঢাকার কেরানীগঞ্জ থানার জয়নগরস্থ নিজ বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে আসামিরা মোস্তফা ও তার দুই শ্যালক হায়দার আলী ও রবি হোসেনকে হত্যার উদ্দেশ্যে রামদা, লোহার রড, চাপাতি দিয়ে হামলা করে গুরুতর আহত করে। গুরুতর অবস্থায় মোস্তফাকে মিটফোর্ড হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ওইদিনই রাত পৌনে ৯ টায় মারা যান মোস্তফা। ওই ঘটনায় তার দুই শ্যালক হায়দার আলী ও রবি হোসেন গুরুতর আহত হন।

পরের দিন নিহত মোস্তফার স্ত্রী সাজেদা খাতুন কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেন। ২০০৬ সালের ১৯ অক্টোবর সিআইডি পুলিশের পরিদর্শক আবুল হাশেম ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। অপর আসামি এনায়েত হোসেনকে অব্যাহতি দেওয়া হয়। মামলায় বিভিন্ন সময়ে ১৮ জন সাক্ষ্য দিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সব ছবি অপসারণের নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

হিজবুত তাহরীরের মিছিল, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

banglarmukh official

সাংবাদিকরা ভুয়া নিউজ করে আমাদের ১২টা বাজিয়ে দিচ্ছে

banglarmukh official