এপ্রিল ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা প্রচ্ছদ বরিশাল

বরিশাল-বানারীপাড়া সড়কে পৃথক দুর্ঘটনায় যুবক নিহত- আহত ৬

বরিশালে সড়ক দুর্ঘটনায় সজিব (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে বরিশাল-বানারীপাড়া আঞ্চলিক সড়কের শেকেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব বরিশালের ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকার সোহরাবের ছেলে। আহতদের মধ্যে সোহেল (৩৮), কামরুল ইসলাম (২০) ও নান্নুর (৩৫) নাম জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রড বোঝাই একটি ট্রাক ঢাকা থেকে বরিশাল হয়ে পিরোজপুরের স্বরুপকাঠি যাওয়ার পথে বানারীপাড়ার শেকেরহাটে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা চালক ও হেলপারসহ ৭ জন আহত হয়।

আহতদের দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন। বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এ আর মুকুল বাংলানিউজকে জানান, ট্রাক খাদে পরে একজন নিহত হয়েছে। ট্রাকটি উদ্ধার করতে গিয়ে বরিশাল-বানারীপাড়া সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অল্প সময়ের মধ্যেই উদ্ধার কাজ সম্পন্ন করায়।

বর্তমানে যান চলাচল স্বাভাবিক। অপরদিকে, দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুর হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে একটি যাত্রীবাহী মাহিন্দ্রা (থ্রি হুইলার) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে চালকসহ তিনজন আহত হয়। আহতদের মধ্যে মহসিনকে (২৮) শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি-তদন্ত মুকুল।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official