বিশ্ববিদ্যালয় প্রতিনিদি/তাওফিক ওমার:
বরিশাল বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগ ছাত্র কল্যাণ সমিতি গতকাল ২৭ নভেম্বর ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি আয়োজন করেন।সকাল ১১ টায় ”আমার ক্যাম্পাস আমার অহংকার, পরিষ্কার-পরিচ্ছন্নতা আমার অঙ্গীকার” স্লোগানকে সামনে রেখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে একটি র্যালি বের করেন।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. এস এম ইমামুল হক, ট্রেজারার ড. এ কে এম মাহবুব হাসান, লোক প্রশাসন বিভাগের প্রধান ও লোক প্রশাসন বিভাগ ছাত্র কল্যাণ সমিতির সভাপতি তাসনুভা হাবিব জিসান,সমাজবিজ্ঞান অনুষদের সহকারী প্রক্টর রিফাত মাহমুদ ও অন্যান্য শিক্ষকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
র্যালি শেষে উপাচার্য ইমামুল হক উপস্থিত সকলের উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত বক্তৃতা রাখেন। এ সময় তিনি উক্ত আয়োজনে অংশগ্রহনকারীদের সাধুবাদ জানিয়ে বলেন,আমাদের সকলের উচিত সচেতন হওয়া এবং অন্যকেও সচেতন করা। এই আয়োজন নিসন্দেহে অন্যদের সচেতন করবে।
উপাচার্যের উৎসাহমূলক বক্তৃতা শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছড়িয়ে পরে ক্যাম্পাসের আবর্জণা পরিষ্কার করে,বেলা ২ ঘটিকায় কর্মসূচি সম্পন্ন করে।
উল্লেখ্য,লোক প্রশাসন বিভাগ ছাত্র কল্যাণ সমিতি, বরিশাল বিশ্ববিদ্যালয়, আয়োজিত উক্ত কর্মসূচির উদ্দেশ্য গন-সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলা।