বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের উপমহাব্যবস্থাপক মোঃ আমজাদ হোসেন খানকে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ে বহাল করা হয়েছে।
আমজাদ হোসেন খান ১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসাবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি কেন্দ্রীয় ব্যাংকের খুলনা ও বরিশাল অফিসে বিভিন্ন বিভাগে গূরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আমজাদ হোসেন খান ২০১০ সাল থেকে খুলনা ও বরিশাল বিভাগে ব্যাংকিং সেবা বঞ্চিত প্রান্তিক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। পেশাগত জীবনে দাপ্তরিক প্রয়োজনে তিনি জাপান, স্পেন, থাইল্যান্ড ও নেপাল এ প্রশিক্ষণ গ্রহন করেছেন। তিনি একজন রোটারিয়ান, বাংলাদেশ অর্থনীতি সমিতি ও খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের আজীবন সদস্য। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সন্ধানী ডোনার ক্লাব, খুলনার উপদেষ্টা।