মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মেহেরপুর (গাংনী) ২ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমজাদ হোসেনের বাড়ির মূল ফটক থেকে একটি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ৯টার দিকে ফোর্স নিয়ে বোমাটি উদ্ধার করেন গাংনী থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) স্বপন কুমার।
গাংনী থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) স্বপন কুমার জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে লাল টেপ দিয়ে মড়ানো বোমাটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রেখে প্রাথমিক অবস্থায় নিস্ক্রিয় করা হয়েছে।
মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. আমজাদ হোসেন বলেন, তারেক রহমানের জন্মবার্ষিকীর কর্মসূচি ছিল। এ কর্মসূচি যাতে পালন না করতে পারি- এজন্য বাড়ির মূল গেটে বোমা রাখা হতে পারে।
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, উদ্ধারকৃত বোমাটি কে বা কারা কি উদ্যেশে রেখেছিল তা তদন্ত করা হচ্ছে।