এপ্রিল ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক বিনোদন

সেই শিশুটিকে হাসপাতালে দেখতে গিয়ে কেঁদে ফেললেন সালমান

সালমান খানের নামে যতোই সমালোচনা হোক একজন মানবিক মানুষ সালমানের জুড়ি মেলা ভার। সুযোগ পেলেই অসহায় মানুষদের হাত খোলে দান করেন তিনি। অনাথ আশ্রমের পাশে থাকেন। ছুটে যান সহকর্মী বা কোনো অসহায় মানুষের বিপদে।

মানুষের কষ্ট তাকে ছুঁয়ে যায়। আরও একবার তার প্রমাণ মিলল। ক্যানসার আক্রান্ত এক শিশুকে দেখতে গিয়ে কেঁদে ফেললেন তিনি।

গোবিন্দ নামে এক ব্যক্তির কাছ থেকে সম্প্রতি অনুরোধ এসেছিল সালমানের কাছে। গোবিন্দ জানিয়েছিলেন, তার এক আত্মীয়ের ছেলে ক্যান্সারে আক্রান্ত। মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি শিশুটি। সে সালমানের বিরাট ভক্ত। একবার যেন ‘ভাইজান’ তাকে দেখতে যান।

অনুরোধ পেয়ে দেরি করেননি সালমান। হাসপাতালে ছুটে গিয়েছিলেন। ওই শিশুটির সঙ্গে দেখা করে তার সঙ্গে সময় কাটিয়েছেন। হাসপাতালের বেডে শিশুটিকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। এসময় কেঁদে ফেলেন তিনি। মাথা নিচু করে চোখের জল মুছতে দেখা যায় তাকে।

সালমানের কান্নার সেই ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে সেই দৃশ্য আবেগপ্রবণ করে তুলেছে সালমানের ভক্তদেরও। সবাই ওই শিশুটির জন্য প্রার্থনা করছেন। অন্যদিেকে সাল্লু ভাইয়ের সুন্দর কোমল মনেরও প্রশংসা করছেন।

শুধুমাত্র ওই শিশুটির সঙ্গে দেখা করেই ফিরে আসেননি সালমান। সেখানে ভর্তি অন্য আরও শিশুদের সঙ্গে আলাপ জমিয়েছিলেন তিনি।

সম্পর্কিত পোস্ট

জয়া যেন উঠতি বয়সি তরুণী, ভাইরাল ভিডিও

banglarmukh official

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official

আইসিইউ থেকে পালালেন ‘কোমা’য় থাকা রোগী, হাসপাতালের ভয়ঙ্কর জালিয়াতি ফাঁস

banglarmukh official

বিয়ের পর ফের সুখবর পেলেন মেহজাবীন

banglarmukh official