আসন্ন একাদশ সাধারণ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৫ ডিসেম্বরের পর জেলায় জেলায় সশস্ত্র বাহিনীর ছোট টিম থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এজন্য তাদের সঙ্গে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে সমন্বয় করে কাজ করতে হবে বলে তিনি জানান।
বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় তিনি একথা জানান।
এদিকে, নির্বাচন কমিশন (ইসি) জানায়, নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের পর আইনশৃঙ্খলা বাহিনীর দ্বিতীয় দফা বৈঠক ডাকা হবে। সশস্ত্র বাহিনী কতদিন মাঠে থাকবে সেই বৈঠকের পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।