জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টকে শেখ হাসিনা ভয় পেয়েছেন। নির্বাচন থেকে কিভাবে পালিয়ে যাওয়া যায় সেই পথ খুঁজছেন তিনি।
ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের রোডমার্চের সময় শনিবার দুপুরে গাজীপুরের টঙ্গীতে ঐক্যফ্রন্টের প্রার্থী সালাহ উদ্দিন সরকারের বাড়ি প্রাঙ্গণে এক পথসভায় তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে আ স ম আবদুর রব বলেন, আপনি যদি চলে যেতে চান, তাও দেবো, আমরা বিজয়ী হলে কারো প্রতি নির্যাতন করবো না। ধানের শীষ শুধু বিএনপির প্রতীক নয়, এটা দেশের ১৮ কোটি মানুষের প্রতীক।
গাজীপুর-২ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী সালাহ উদ্দিন সরকারের সমর্থনে এ পথসভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি হাসান উদ্দিন সরকার।
আ স ম আবদুর রব বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যার পর উল্লাস করেছে, শেখ হাসিনা তাদের হাতে নৌকা তুলে দিয়েছেন।
এ সময় আরও বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, ডা. এজেডএম জাহিদ হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোডের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বাক মাহমুদুর রহমান মান্না ও গাজীপুর ২ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী মো. সালাহ উদ্দিন সরকার প্রমুখ।