স্টাফ রিপোর্টার/শামীম ইসলাম:
বরিশালের আগৈলঝাড়া উপজেলার, ফুল্লশ্রী থেকে আগৈলঝাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে, ইয়াবা সুন্দরী লিনা ইসলামকে ১৫ পিচ ইয়াবা সহ আটক করে। এসময় ঐ গ্রামের মৃত কালাম হোসেন পাইকের পুত্র রফিকুল ইসলামকে ৫ পিচসহ পুলিশ গ্রেফতার করে।
স্থানীয় সূত্রে জানাযায়, ইয়াবা সুন্দরী লিনা হরিনাহাটি গ্রামের ওসমান খান শাকিল এর স্ত্রী, দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসার সাথে জড়িত লিনা। ঐ এলাকা থেকে বিতরিত হয়ে আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী গ্রামের নতুন ভাবে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল বলে আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন,সাংবাদিকদের বলেন এ চক্রটি দীর্ঘদিন আমাদের নজরে ছিল।
গত শুক্রবার রাতে একদল চৌকোষ পুলিশ অফিসারদের নেতৃত্বে ইয়াবা সুন্দরী লিনা ও আরিফুল ইসলামকে গ্রেফতার করে এবং মাদক দ্রব্য আইনী মামলায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ে করে। মামলা নং- ১, আজ বরিশাল আদালতে লিনাকে প্রেরণ করে।