রবিবার , ১৮ ডিসেম্বর ২০২২ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

বাকেরগঞ্জে ওসি আলাউদ্দিন মিলনকে রিপোর্টার্স ইউনিটির বিদায়ী সংবর্ধনা

প্রতিবেদক
banglarmukh official
ডিসেম্বর ১৮, ২০২২ ৯:৪৫ পূর্বাহ্ণ

মোঃ সুমন ভূঁইয়া,বরিশাল জেলা প্রতিনিধি॥
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলনকে রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৬ টায় থানা হলরুমে রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এ সংবর্ধনা দেয়া হয়।

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমনের সভাপতিত্বে ও সহ-সভাপতি গোলাম মোস্তফা তুহিন সিকদারের সঞ্চালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন বাকেরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আল আমিন মিরাজ, দৈনিক দক্ষিণের কাগজের সম্পাদক মোঃ হাবিবুর রহমান, স্বচ্ছ টিভির পরিচালক জাকির জমাদ্দার, দৈনিক নয়া শতাব্দীর মোঃ মাসুদ সিকদার, এশিয়ান টিভির উত্তম কুমার, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউল হক আকন, সিএনএন বাংলা টিভির মৃধা মোঃ জুয়েল, দৈনিক ভোরের কাগজের মোঃ মোহসিন হোসেন মোল্লা।

সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন মাই টিভি মোঃ মিজানুর রহমান, দৈনিক আজকের বার্তার মোঃ সাইদুর রহমান, দৈনিক বাংলাদেশ বাণীর অরুন দাস, দৈনিক শাহনামার মহিবুল্লাহ, দৈনিক কলমের কন্ঠে সোহেল রানা, দৈনিক তারুণ্যের বার্তার নজরুল ইসলাম খান আলিম, দৈনিক বরিশাল বার্তা শফিক খান বাবু, দৈনিক দিন প্রতিদিনের মোঃ আবুল বাসার, দৈনিক ভোরের কুমিল্লার জাহিদুল ইসলাম মনির, দৈনিক দখিণের কন্ঠের মোঃ হাবিব আকন, দৈনিক বাংলাদেশ বুলেটিনের জাহিদুল ইসলাম, দৈনিক বাংলাদেশ বাণীর মোঃ কামাল মৃধা, দৈনিক আলোকিত বরিশালের বেলাল হোসেন রিয়াজ, দৈনিক সকালের বার্তার সুমন ভূঁইয়া, দৈনিক সরেজমিন বার্তার মোঃ শাখাওয়াত, দৈনিক দক্ষিণের কাগজের মোঃ জাকির হোসেন, সাংবাদিক পবিত্র চক্রবতী, আশ্রাফুল আলম আশিক প্রমূখ।

সংবর্ধিত ওসি মোঃ আলাউদ্দিন মিলন বলেন, নিয়মিত বদলির অংশ হিসেবে তাকে বরিশাল ডিএসবিতে বদলি করা হয়েছে। তিনি বাকেরগঞ্জ থানায় কর্মরত থাকাবস্থায় মাদক নির্মূল ও ডাকাতি নিরসনে যথেষ্ট চেষ্টা করেছেন। বাকেরগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে তার যথেষ্ট অবদান রয়েছে।উপজেলায় কর্মরত সাংবাদিকদের তার সুসম্পর্ক ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - জাতীয়