বুধবার , ১৩ ডিসেম্বর ২০১৭ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

মার্কিন হেলিকপ্টারের জানালা খুলে পড়লো শিক্ষার্থীর ওপর

প্রতিবেদক
banglarmukh official
ডিসেম্বর ১৩, ২০১৭ ৪:৫৩ অপরাহ্ণ

মার্কিন হেলিকপ্টারের একাংশ জাপানের ওকিনাওয়ার একটি স্কুলের সামনের মাঠে খসে পড়েছে। বুধবার হেলিকপ্টারের ওই জানালা খসে পড়ে স্কুলের একজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা কিয়োদো।

ওকিনাওয়ার দক্ষিণাঞ্চলীয় দ্বীপে মার্কিন বিশাল সামরিক ঘাঁটি রয়েছে। ঘাঁটির আশেপাশে গত কয়েক বছরে বেশ কয়েকবার দুর্ঘটনা এবং অপরাধ সংঘটিত হয়েছে। নতুনভাবে হেলিকপ্টারের জানালা খসে পড়ে একজন আহত হওয়ার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জাপানের মন্ত্রি পরিষদের সচিবের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ধরনের ঘটনা কেবল স্কুলের সঙ্গে সম্পৃক্তদেরই উদ্বেগের কারণ নয়; ওকিনাওয়ার মানুষ চায়, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে।

মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অভিযোগটি আমরা খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ঘটনার তদন্ত করা হবে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, এটা একেবারেই দুঃখজনক ঘটনা। এখানকার বাসিন্দাদের উদ্বেগ সৃষ্টির জন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি।

গত অক্টোবরে মার্কিন এক হেলিকপ্টারের ভূপাতিত হয়ে বিস্ফোরিত হয়েছে। সেই ঘটনাটি ঘটেছিল ওকিনাওয়ার উত্তরে।

সূত্র : বিবিসি

সর্বশেষ - প্রচ্ছদ