বৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০১৭ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

যুক্তরাজ্যে বড়দিনে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৪

প্রতিবেদক
banglarmukh official
ডিসেম্বর ২১, ২০১৭ ১২:৪২ অপরাহ্ণ

যুক্তরাজ্যে বড়দিনে একটি সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাত্ করা হয়েছে। সন্ত্রাসবিরোধী অভিযানে পুলিশ হামলার পরিকল্পনার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার সকালে সাউথ ইয়র্কশায়ার ও ডার্বিশায়ার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আসছে ২৫ ডিসেম্বর বিশ্বজুড়ে পালিত হবে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। এই উৎসবকে লক্ষ্য করে সম্ভাব্য হামলাটি চালানো হতো বলে ব্রিটিশ কাউন্টার টেরোরিজম পুলিশের একটি সূত্র জানিয়েছে। এ পরিকল্পনার অভিযোগে মঙ্গলবার সকালে সাউথ ইয়র্কশায়ার ও ডার্বিশায়ার থেকে সন্দেহভাজন ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

বিবিসি জানায়, ৩১ বছর বয়সী একজনকে আটক করার পর বোমা নিস্ক্রিয়কারী দলকে চেষ্টারফিল্ডের একটি রাস্তা ঘিরে রাখতে এবং আশপাশের ঘরবাড়ি খালি করে ফেলতে দেখা গেছে।

শেফিল্ড শহরের বার্নগ্রিভ ও মিরসব্রুক থেকে পরে ২২, ৩৬ ও ৪১ বছর বয়সী আরও তিনজনকে গ্রেফতার করা হয়। এ চারজনের বিরুদ্ধে ২০০০ সালে প্রণীত সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ আনা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে ওয়েস্ট ইয়র্কশায়ারের একটি থানায় নেয়া হয়। খবর ইন্ডিপেনডেন্ট।

সর্বশেষ - বরিশাল