বরিশাল শহরের কাশিপুর গণপাড়া এলাকা থেকে ৪ বছরের (অনুমান) এই শিশুৃটিকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যার দিকে শিশুটি উদ্ধার করা হয়েছে। সেই সাথে ২৫ বছর বয়সী এক নারীকে থানায় নিয়েছে পুলিশ।
শিশুটি বা ওই নারীর নাম পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে পরিচয় নিশ্চিত হতে তোড়জোড় শুরু করে দিয়েছে পুলিশ। মঙ্গলবার রাত সাতটার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেইজে শিশুটির ছবি পোস্ট করে পরিচয় জানতে চাওয়া হয়েছে।
ওই নারী শিশুটিকে নিয়ে কোথায় যেতে চাইছিলেন। কিন্তু শিশুটি যেতে না চেয়ে কাঁদছিল। এই বিষয়টি এলাকার মানুষ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরবর্তীতে পুলিশ পাঠিয়ে শিশুটিসহ নারীকে থানায় নিয়ে আসা হয়েছে। তবে নারী শিশুটিকে তার সন্তান দাবি করলেও আচরণ অস্বাভাবিক মনে হচ্ছে। এমনকি নারী নিজের নাম বা পরিচয়ও বলতে পারছেন না।
পুলিশ ধারনা করছে নারী মানসিক ভারসাম্যহীন। যে কারণে তাদের উভয়কে থানায় রেখে পরিচয় নিশ্চিতে তোড়জোড় চলছে।