বৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০১৭ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

ওমরা হজে অনন্ত জলিল, সঙ্গে সাকিব ও শাহরিয়ার নাফিস

প্রতিবেদক
banglarmukh official
ডিসেম্বর ২১, ২০১৭ ১২:১২ পূর্বাহ্ণ

ওমরাহ হজ পালনের উদ্দেশে পবিত্র মক্কা নগরীতে গেছেন চিত্রনায়ক প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল। তার প্রযোজনা প্রতিষ্ঠান মুনসুন ফিল্মস থেকে জানানো হয়েছে, ওমরাহ হজ পালনের উদ্দেশে ১৭ ডিসেম্বর ঢাকা ত্যাগ করেন এই চিত্রনায়ক।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে হজে গিয়েছিলেন অনন্ত। সেবার তার সঙ্গে ছিলেন স্ত্রী বর্ষা। তবে এবার কোলে নতুন সন্তান আসায় অনন্ত একাই গিয়েছেন হজ পালন করতে। তার দেশে ফেরার কথা রয়েছে ২৪ ডিসেম্বর।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, সদ্য বিপিএল শেষ করে ১৯ ডিসেম্বর বিকেলে সৌদি আরবে যান সাকিব আল হাসান। তার সঙ্গে আছেন তার সহধর্মিনী উম্মে আহমেদ শিশির ও কন্যা আলাইনা হাসান অব্রি। এছাড়াও সেখানে রয়েছেন ক্রিকেটার শাহরিয়ার নাফিস।Sakib

অনন্ত, সাকিব ও নাফিস- তিন তারকাকে একসঙ্গে দেখা গেছে ওমরাহ হজের আনুষ্ঠানিকতা শেষে। সেখানে তারা কুশল বিনিময় করে দেশ ও দেশের মানুষের সমৃদ্ধির জন্য দোয়া করেন বলেও অনন্ত জলিলের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে।

সর্বশেষ - প্রচ্ছদ