ঝালকাঠি প্রতিনিধিঃ শেখ জাহিদ
তীব্র শীতে কাঁপছে অসহায় মানুষ। একটু উষ্ণতার পরশ পেতে তাকিয়ে আছে অসহায় মানুষ। এসব মানুষের অনেককে নিরাশ করেননি বিভিন্ন সংগঠন। শীতবস্ত্র নিয়ে দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছে
আদর্শ যুব সংগঠন । সংগঠনের প্রায় শতাদিক সদস্য রয়েছে। শীতবস্ত্র কম্বল বিতরণের জন্য প্রতিষ্ঠাতা পরিচালক দুইটি গ্রুপে বিভক্ত করে আজ ঝালকাঠির নথুল্লাবাদ ইউনিয়ান ও মগর ইউনিয়ানের সুবিধাবঞ্চিত অসহায় মানুষদের চিহ্নিত করে তাদের হাতে কম্বল তুলে দেন। সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো সোহেল রানার নেতৃত্বে দিনব্যাপী এ কর্মসূচিতে পঞ্চাশ’ টি কম্বল বিতরণ পাঁচটি মসজিদে দেয়াল ঘড়ি ও রাস্তায় আল্লাহর নামের ইস্টিকার লাগানো হয়।
এসময়
আদর্শ যুব সংগঠনের পতিষ্ঠাতা পরিচালক মোঃ সোহেল রানা বলেন আমরা কথায় না কাজে বিশ্বাসী গরিব অসহায় মানুষকে নিঃস্বার্থ সেবা দেয়াই আমাদের লক্ষ।


















