এপ্রিল ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
নির্বাচন প্রচ্ছদ রাজণীতি

ড. কামালকে ভাড়া করেছে বিএনপি: তোফায়েল

নির্বাচনী জনসভায় আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, পুলিশ জঙ্গি তৎপরতা থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। কিন্তু ড. কামাল পুলিশকে বলেন জানোয়ার, সাংবাদিকদের বলেন খামোশ। তার আচার-আচরণ, ব্যবহার কুৎসিত। তিনি এখন পাগল হয়ে গেছেন। কথাবার্তা, আচার-আচরণে মনে হয় ড. কামাল একজন পাগল। তাকে ভাড়া করেছে বিএনপি।

এ সময় নির্বাচনে নিজের বিজয়ের ব্যাপারে দৃঢ় আশা প্রকাশ করে তোফায়েল আহমেদ বলেন, ভোলার চারটি আসনেই আওয়ামী লীগ বিজয়ী হবে এবং দুই-তৃতীয়াংশের বেশি আসন নিয়ে শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।

বুধবার সন্ধ্যায় ভোলার বোরহানউদ্দিন আবদুল জব্বার কলেজের সামনে অনুষ্ঠিত ভোলা-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান সাংসদ আলী আজম মুকুলের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।

বিএনপি সরকারের অত্যাচার-নির্যাতন ও আওয়ামী লীগের উন্নয়ন চিত্র তুলে ধরে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সারাদেশে ২০০১ সালের পর সীমাহীন অত্যাচার হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। রাস্তাঘাট পাকা ও পুল-কালভার্ট করে গ্রামকে শহর করেছি। এখন সময় এসেছে গ্রামে শহরের সব সুযোগ-সুবিধা দেওয়ার। আর যদি পাঁচ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুযোগ পান গ্রামে আপনাদের ঘরে গ্যাস পৌঁছে দেবো।

বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আলী আজম মুকুল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র রফিকুল ইসলাম, সাবেক উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা অধ্যাপক এস এম গজনবী, বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনসহ স্থানীয় নেতারা।

সভায় মন্ত্রী নদীভাঙন রোধসহ স্থানীয় বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ মিছিল নিয়ে সভায় উপস্থিত হয়ে নৌকা মার্কাকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official