পিরোজপুরের মঠবাড়িয়ায় আবদুল আজিজ গাজী (৫৫) নামে এক ইটভাটা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার সাপলেজা ইউনিয়নের বলেশ্বর নদ তীরে অবস্থিত মুন ব্রিকস নামের ইটভাটা থেকে ওই শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত শ্রমিক আবদুল আজিজ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সিরাজপুর গ্রামের মৃত জমির উদ্দিন গাজীর ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল আজিজ গত কয়েক মাস আগে ইটভাটা শ্রমিক হিসেবে মঠবাড়িয়ার সাপলেজা গ্রামের মেসার্স মুন ব্রিকস নামের একটি ইটভাটায় কাজ করে আসছিলেন। পারিবারিক কলহে বেশ কিছুদিন ধরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ইটভাটার একটি ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।
শুক্রবার সকালে ইটভাটার অন্য শ্রমিকরা তার লাশ ঝুলতে দেখে ভাটা মালিককে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক অশান্তির কারণে ওই শ্রমিক আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।