দেশের সাতটি বিভাগের সঙ্গে একযোগে বিজয় দিবসে প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠে অংশ নেয় বরিশালে হাজার হাজার মানুষ। নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় প্রশাসনের আয়োজনে এই শপথ পাঠের অনুষ্ঠান হয়।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার পর এই শপথ অনুষ্ঠানে প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। তারা প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ বাক্য পাঠ করার।
এ সময় বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার সাইফুল ইসলামসহ রাজনৈতিক ও প্রশাসনের কর্তাব্যক্তিরা মঞ্চে ছিলেন।
শপথে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, প্রধানমন্ত্রীর এই শপথ পাঠ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে সহায়ক হবে। নতুন প্রজন্ম সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সামনে আগাবে।


















