মে ১৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বছর জুড়ে নিত্যপণ্যের উর্ধ্বগতিতে দিশেহারা সারাদেশে ন্যায় বরিশালের মানুষও

রুপন কর অজিতঃ
২০২২ সালের নিত্যপণ্যের বাজার ছিল নিম্ন ও মধ্যবিত্তের জন্য আতঙ্কের।করোনার ধকল সামলে উঠার আগেই শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধ বাংলাদেশসহ সারা বিশ্বকেই ঝুঁকিতে ফেলে দেয়। বিশেষ করে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রভাব পড়ে জীবনের সব ক্ষেত্রে। নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের বাড়তি দামে দিশেহারা হয়ে পড়ে সাধারণ মানুষ। ২০২২ সালের প্রায় পুরোটাই এই ভোগান্তিতে কেটেছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব শুধু নিম্মবিত্ত নয়, মধ্যবিত্ত শ্রেণির মানুষকেও দিশেহারা করেছে। ওএমএস ও টিসিবির পণ্য কিনতে সাধারণ মানুষের লম্বা লাইন খুবই সাধারণ দৃশ্য। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হয়েছে অনেককে। কিছু পণ্যের দাম সরকার নির্ধারণ করে দিলেও তার প্রভাব বাজারে পড়েনি।
পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বলেছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট ও এর প্রভাবে বাংলাদেশে ডলারের দাম বৃদ্ধির কারণে পণ্য আমদানিতে চড়া মূল্য দিতে হয়েছে। এছাড়া দেশে ডিজেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে এবং গ্যাসের সংকটে পণ্য সরবরাহ পরিস্থিতি নাজুক ছিল ২০২২। যার ফল নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি।

বরিশাল নগরীর বঙ্গবন্ধু কলনীতে জীবনের ঝুঁকি নিয়ে ঢালাই এর কাজ করেন মোঃ খোকন। প্রতিদিন কাজ করলে ৭০০ টাকা মজুরি পায়।এ আয় দিয়ে ভালোই চলছিল তার। কিন্তু নিত্যপণ্যের দাম বাড়াতে দিশাহারা করে তুলে তাকে।মোঃ খোকন বলেন, আগে দুই-চার টাকা আয় করা যেত এখন জীবন বাঁচানোই দায়। দাম বাড়ার পরে আয় দূরের কথা, খাবার একবেলা জুটলে আরেক বেলায় জুটে না।

একই এলাকার বাসিন্দা পারভিন আক্তার একটি প্রতিষ্ঠানে রান্নার কাজ করেন।তিনি বলেন,বাজারে পণ্য কিনতে এসে দাম শুনে বারবার হোঁচট খেতে হয় আমাকে।দাম বাড়ার কারণে খাবারের পরিমাণ কমাতে হয়েছে।আগের মতো বাজার সদাই হয় না। এখন বাজারের কথা উঠলে ভয় হয়। ডাল-ভাত খেয়ে যখন যা জোটে তা খেয়ে কোনোভাবে দিন কাটে।

২০২২ সালের প্রায় পুরোটাই তেল-চিনির দাম ভুগিয়েছে। দুটি পণ্যের দাম সব রেকর্ড ভেঙেছে। এমনকি বিভিন্ন সময় দাম বাড়ানোর জন্য সরবরাহ বন্ধ রেখে সংকট তৈরির অভিযোগও রয়েছে কোম্পানিগুলোর বিরুদ্ধে। সরকার বারবার দাম বেঁধে দিলেও বেশিরভাগ সময় সেটা কার্যকর হয়নি।
২০২১ সালে এক কেজি চিনির দাম ৭৫ টাকার মধ্যে থাকলেও ২০২২ সালের সেটি সর্বোচ্চ ১২০ টাকা পর্যন্ত ছিল।অতি মুনাফার লোভে অবৈধভাবে সয়াবিন তেল মজুদ করেন অনেক ব্যবসায়ী। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বেরিয়ে আসে কারসাজি।

২০২২২ সালের শেষের দিকে এসে ডালের বাজার উত্তপ্ত হতে দেখা যায়। নভেম্বর থেকে বাজারে বেড়েছে প্রায় সব ধরনের ডালের দাম। বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত মসুর ডাল ১৫০ থেকে ১৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যা আগে ১২০ টাকার মধ্যে ছিল। অন্যদিকে বছর ব্যবধানে ছোলার দাম ২৫ শতাংশ বেড়ে এখন হয়েছে ৮০-৯০ টাকা, যা গত বছর ৬৫-৭০ টাকা ছিল।

গত বছর এসময় ৪৬-৪৮ টাকার মধ্যে যে কোনো জাতের মোটা চাল কেনা যেত। এখন সেটা ১০ টাকা বেড়ে হয়েছে ৫৬-৬০ টাকা। অন্যদিকে সরু চালের দাম (মিনিকেট) ৬০ টাকার মধ্যে ছিল, যা এখন ৭০-৭৫ টাকা। ভালো মানের নাজিরশাইলের দাম ৮০ টাকায় ঠেকেছে।

২০২১ সালের শেষে প্রতি কেজি খোলা আটার দাম ছিল ৩২-৩৪ টাকা। আর ২০২২ যা এখন কিনতে হচ্ছে ৬০-৬৫ টাকায়। একইভাবে ময়দার দাম ৪০-৪২ টাকা থেকে বেড়ে হয়েছে ৭০-৭৫ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে এ দুই পণ্যের দাম প্রায় দ্বিগুণ হয়েছে।

স্বস্তি ছিল না সবজি, মাছ-মাংসের দামেও। ডিসেম্বরের আগে বছরব্যাপী চড়া ছিল সবজির দাম। গরুর মাংসের দাম এক বছরের ব্যবধানে ১০০-১৫০ টাকা বেড়েছে। চড়া ছিল সব মাছের দামও। শীতের সবজিতে এখন বাজার ভরপুর থাকলেও দাম কমছে না।

নগরীর নতুন বাজারে এক ব্যবসায়ী বলেন, মোকাম থেকে সবজি কেনার পর শ্রমিকের মজুরি,খাজনা,পরিবহন ব্যয়,দোকানভাড়া বিদ্যুতের বিল দিতে হয়।অনেক সময় সকাল থেকে বিকেল হওয়া আগেই সবজি নষ্ট হয়ে যায়।২০২২ সালে একটার পর একটা সমস্যার কারনে সবজীর বাজার একটু চড়া।

বিশ্লেষকদের মতে, ২০২২ সাল ভোক্তাদের সবচেয়ে বেশি ভুগিয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সূমি রানী মিত্র বলেন,জনস্বার্থে আমাদের বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত রয়েছে।কেউ অযথা মূল্য বৃদ্ধি করলে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।আপনাদের ভোক্তা অধিকার ক্ষুন্ন হয় এমন কোন ঘটনা ঘটলে আমদের অবগত করুন বা ১৬১২১ নম্বরে যোগাযোগ করুন।আমরা তৎক্ষনাৎ ব্যবস্থা গ্রহন করবো।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official