মে ১৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা বরিশাল

বরিশালে কয়েক ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরল তিন প্রাণ

বরিশালে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। রোববারের এই দুর্ঘটনায় বাকেরগঞ্জের বার আউলিয়াপুরে মালবাহী পিকআপভ্যান উল্টে চালক রুবেল ও সহযোগী কুদর এবং বরিশাল নগরীতে কাভার্ডভ্যানের চাপায় স্থানীয় কারখানা শ্রমিক রেশমা বেগম (৪৫) প্রাণ হারান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়- রোববার বেলা সাড়ে ১২টার দিকে স্যাটারিংয়ের মালামাল ভর্তি একটি পিকআপভ্যান দ্রুত গতিতে চালিয়ে বরিশালের উদ্দেশে যাওয়ার প্রাক্কালে বাকেরগঞ্জ থানাধীন বার আউলিয়াপুর এলাকায় পটুয়াখালী-ঢাকা মহাসড়কে চাকা পাংচার হয়ে উল্টে পাশে খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই চালক রুবেল ও সহযোগী কুদরত নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণ করে। এই তথ্য বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বরিশালটাইমসকে নিশ্চিত করেছেন।

এরআগে সকালে নগরীর কাউনিয়া বিসিক এলাকায় কাভার্ডভ্যানের চাপায় রেশমা বেগম নামে ওই নারী নিহত হন। পুলিশ এই ঘটনায় কাভার্ডভ্যানটির হেলপার স্বাধীন মোল্লাকে গ্রেপ্তার করে। পিরোজপুরের ভান্ডারিয়া উপজলোর করিম খানের মেয়ে রেশমা স্বামী মাহবুব হোসেনের সাথে কাউনিয়া এলাকার মীরা বাড়িতে ভাড়া থাকতেন। এবং বিসিক শিল্পনগরীতে অবস্থিত একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন।

এই ঘটনায় একটি মামলা হয়েছে জানিয়ে কাউনিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজিম বলেন, নারীর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিমে) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। সেই সাথে গ্রেপ্তার হেলপার বরিশাল সদর উপজেলার কড়াপুর মিয়া বাড়ি মসজিদ এলাকার আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে স্বাধীন মোল্লাকে অভিযুক্ত করে একটি মামলা গ্রহণ করা হয়েছে।’

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official