বরিশাল নগরীর দি মেডিক্যাস ওষুধ ফার্মেসিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় বিক্রয় নিষিদ্ধ ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে এই অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম। এসময় বরিশাল র্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন ( র্যাব ৮) এর একটি অভিযানিক দল সহযোগীতা করেন।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম বলেন, ‘অভিযানে নিষিদ্ধ ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং অনুমোদনহীন বিভিন্ন কোম্পানির ওষুধ পাওয়া গেছে। এ সময় দি মেডিক্যাসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।