26 C
Dhaka
জুলাই ১০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল রাজণীতি

বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পার্ঘ অর্পণ করেন আবুল হাসানাত আবদুল্লাহ

অনলাইন ডেক্স:

ঐতিহাসিক ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন। বাঙ্গালি জাতির ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক দিন। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় যখন নিশ্চিত, ঠিক তখনই পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল বদর, আল শামস বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তান বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের রাতের আঁধারে চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে। স্বাধীনতাবিরোধী চক্র বুঝতে পেরেছিল, পরাজয় তাদের অনিবার্য।

জাতির এই শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীরা বেঁচে থাকলে এ মাটিতে ওরা বসবাস করতে পারবে না। যুদ্ধবিধ্বস্ত এই দেশ আবার ফুলে ফলে ভরে উঠবে। তাই পরিকল্পিতভাবে জাতিকে মেধাহীন ও পঙ্গু করতে দেশের বরেণ্য সব ব্যক্তিদের রাতের অন্ধকারে পৈশাচিক কায়দায় হত্যা করা হয়। জাতির এই সূর্যসন্তান শহীদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।

মহান স্বাধীনতা অর্জনের দুইদিন পূর্বে পাক হানাদার বাহিনী বাংলার মেধা শুণ্য করতে এদেশের বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যা করে।

শহীদ বুদ্বিজীবী দিবস উপলক্ষে, গতকাল শুক্রবার সকাল ৯ টায় জেলা প্রশাসক দপ্তর সম্মুখে স্থাপিত শহীদ স্মৃতিস্তম্ভে গভীর শ্রদ্ধা জানিয়ে বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রালয়ের স্থায়ী কমিটির সভাপতি (মন্ত্রী), আবুল হাসনাত আবদুল্লাহ।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, বরিশাল সদর (৫) আসনের নৌকা প্রতিকের প্রার্থী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীমসহ জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

এরপরে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষথেকে শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর বৃন্দ।

এছাড়া আরো শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল মহানগর আওয়ামীলীগ বরিশাল মহানগর আওয়ামীলীগের পক্ষথেকে যুগ্ম সম্পাদক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী, সম্পাদক এ্যাড, এ.কে.এম জাহাঙ্গির হোসাইন।

মহানগর যুবলীগ

এরপর বরিশাল মহানগর যুবলীগরে পক্ষথেকে ৭নং ওয়ার্ড কাউন্সিলর,মহানগর যুবলীগ নেতা এ্যাড: রফিকুল ইসলাম খোকন,মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক মেজবা উদ্দিন জুয়েল ও যুবলীগ নেতা শেখ আরাফাত জামান বাবু, ১৯নং ওয়ার্ড যুবলীগ আহবায়ক ইব্রাহীম কামাল,মহানগর যুবলীগ সদস্য শহিদুল্লাহ রিজভীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এরপর বরিশাল জেলা ছাত্রলীগের পক্ষে ,সভাপতি সুমন সেরনিয়াবাত, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক,সাংগঠনিক সম্পাদক রাজীব খানসহ অন্যান্য নেতৃবৃন্দরা শহীদ বেদিতে শ্রদ্ধান্জলী অর্পন করেন।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official