33 C
Dhaka
জুলাই ১২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রশাসন বরিশাল রাজণীতি

বরিশাল কারাগারের কনডেম সেলে নেয়া হয়েছে বাবরকে

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে কাশিমপুর কারাগার থেকে বরিশাল কারাগারে নিয়ে আসা হয়েছে। শনিবার (২২ ডিসেম্বর) বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বাবরকে বরিশাল কারাগারে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করে কারাগারের জেলার মো. ইউনুস বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লুৎফুজ্জামান বাবরকে কাশিমপুর কারাগার থেকে বরিশাল কারাগারে নিয়ে আসা হয়েছে। তাকে বরিশাল কারাগারের কনডেম সেলে রাখা হয়েছে। তবে কেন বাবরকে বরিশাল কারাগারে স্থানান্তর করা হয়েছে সে বিষয়ে কিছু জানাননি মো. ইউনুস।

তিনি জানান, রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনায় মতিঝিল থানায় করা হত্যা মামলা, আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলাসহ ৩টি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লুৎফুজ্জামান বাবর। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলটির সমাবেশ চলাকালে ওই গ্রেনেড হামলায় মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানসহ ২২ জন নিহত হন। এসময় আওয়ামী লীগ সভাপতি ও সেই সময়ের বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের কয়েকশ নেতাকর্মী গুরুতর আহত হন।

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার আসামিরা হলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ আরও অনেকে।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official