27 C
Dhaka
মে ৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বরিশাল ট্রাফিক পুলিশের সততা…

কুড়িয়ে পাওয়া মানিব্যাগ ফেরত দিয়ে সততার এক দৃষ্টান্ত স্থাপন করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ভর্তি মানিব্যাগটি শহরের চকবাজার এলাকার মিঠুন কুমার সাহা নামে এক ব্যক্তি। রোববার দুপুরে ট্রাফিক পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. খাইরুল আলম মানিব্যাগটি ব্যবসায়িকে বুঝিয়ে দেন। পুলিশের এমন সততার নজীর ব্যবসায়ি মহলকে অভিভুত করেছে।

জানা গেছে- নগরীর চকবাজার পদ্মাবতী এলাকার বাসিন্দা অ্যাপোলো ট্রেডার্সের মালিক মিঠুন কুমার সাহা রোববার সকালে বাসা থেকে কাউনিয়া বিসিক এলাকা মহাশ্মশ্মানে যাওয়ার প্রাক্কালে তার মানিব্যাগটি হারিয়ে যায়। অনেক খোঁজা-খুঁজি করেও টাকা ও গুরুত্বপূর্ণ ব্যাগটি না পেয়ে তিনি হতাশ হয়ে পড়েছিলেন। পরে নিশ্চিত হন তার হারিয়ে যাওয়া মানিব্যাগটি ট্রাফিক পুলিশ সদস্যরা কুড়িয়ে পেয়েছেন।

ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা বরিশালটাইমসকে জানান, শহরের সদর রোড বিবির পুকুর পাড় ডাচ বাংলা ব্যাংকের সামনে সকালে ডিউটি পালনকালে তাদের সদস্য এটিএসআই জামাল হোসেন মানিব্যাগটি পড়ে থাকতে দেখেন। পরে তিনি ব্যাগটি কুড়িয়ে নিয়ে ট্রাফিক অফিসে গিয়ে অপরাপর কর্মকর্তাদের সাথে আলোচনা করেন এবং মালিক শনাক্ত করতে ট্রাফিক পুলিশের শীর্ষ কর্মকর্তা খাইরুল আলমের নির্দেশে উদ্যোগ নেন।

বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক পুলিশের উপ-কমিশনার (ডিসি) খাইরুল আলম জানান, কাগজপত্র দেখে নিশ্চিত হন ব্যাগটির মালিক শহরের চকবাজার এলাকার ব্যবসায়ি। পরে তাকে খবর দিয়ে নিয়ে মানিব্যাগটি বুঝিয়ে দেন। হারিয়ে যাওয়া মানিব্যাগটি ফেরত পেয়ে ব্যবসায়ি নিজে প্রমুগ্ধ হয়েছেন।

এক্ষেত্রে ব্যবসায়ি মহলের অভিমত হচ্ছে- বরিশাল ট্রাফিক পুলিশের এমন সততার নজীর দৃষ্টান্ত হয়ে থাকবে।’

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official