এশিয়া মহাদেশের সবচেয়ে ধনী ব্যক্তির একজন মুকেশ আম্বানি। তার মেয়ে ইশা আম্বানির (২৭) বিয়ে আজ বুধবার সম্পন্ন হবে। পাত্র আনন্দ পিরামল (৩৩) ভারতের আরেকটি বিখ্যাত ব্যবসায়ী পরিবারের সন্তান।
মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ৪১.৬ বিলিয়ন ডলার। গণমাধ্যম প্রতিবেদন অনুযায়ী, বিয়ের পরিকল্পনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন সপ্তাহব্যাপী আয়োজিত বিয়ের অনুষ্ঠানে খরচ ধরা হয়েছে ১০০ মিলিয়ন ডলার।
সে হিসেবে বিশ্বের সবচেয়ে আলোচিত বিয়ে প্রিন্সেস ডায়না ও প্রিন্স চার্লসের বিয়েতে খরচ হয়েছিল ১১০ ডলার। প্রিন্স হ্যারি ও মেগানের বিয়েতে খরচ হয়েছে ৪০ মিলিয়ন ডলার।
সূত্র: দ্য নিউজ ও নিউ ইয়র্ক টাইমস