মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। সোমবার বরিশাল নগরীর ডিসি অফিস সংলগ্ন শহীদ নামফলকে এই শ্রদ্ধা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, বিএনপি বরিশাল জেলা (দ:) সভাপতি এবায়েদুল হক চান, বরিশাল জেলা (উত্তর) বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য মেজবাহউদ্দিন ফরহাদ, বরিশাল জেলার (দক্ষিণ) সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলার সহ-সভাপতি জাহিদুল ইসলাম পান্না, সাংগঠনিক সম্পাদক জাবের আব্দুল্লাহ সাদি, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম সুজন, সহ-সাধারণ সম্পাদক মাজেদ শিকদার সুজন, সহ-সাংগঠনিক আরিফুর রহমান হেলাল, মসিউর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক মিঠু আহমেদ, তাঁতি বিষয়ক সম্পাদককাওসার হোসেন রহিম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আতিকুর রহমান বাপ্পী, সহ-দপ্তর সম্পাদক হানিফ হাওলাদার রিয়াজ প্রমুখ।
