অনলাইন ডেস্ক:
বিজয়ের মাসে শীতকে করি জয়’ শ্লোগানকে সামনে রেখে ৩য় বছরের ১ম পর্বের শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন করেছে ঠাকুরগাঁওয়ের স্বেচ্ছাসেবী সামজিক সংগঠন ল্যাম্পপোস্ট।
প্রথম দিনের কর্মসূচীতে শুক্রবার (২১ ডিসেম্বর) পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রকৃত দুঃস্থ ও প্রবীণ শীতার্তদের চিহ্নিত করে ১০৭ টি লেপ ও কম্বল বিতরণ করা হয়েছে।
এই কর্মসূচী বাস্তবায়নে ল্যাম্পপোস্ট এর অন্যান্য সদস্যদের সাথে কার্যনির্বাহী পরিষদ এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল্লাহ্ আল মহিউদ্দীন জনি, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আস্রাফুজ্জামান সবুজ, কার্যকরী সদস্য সানোয়ার হোসেন রুবেল, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সবুজ সৌরভ, নারী বিষয়ক সম্পাদক ইসরাত জাহান তিথি, জনসংযোগ বিষয়ক সম্পাদক আরফিস হিরা প্রমুখ উপস্থিত ছিলেন।
ল্যাম্পপোস্টের এই কার্যক্রমে শুভাকাঙ্ক্ষীরা ছাড়াও সহযোগী প্রতিষ্ঠান হিসেবে টেক্সজেন গ্রুপ পৃষ্টপোষকতা করে । এছাড়া এক মাস যাবৎ শীতবস্ত্র তহবিল অন্বেষণে অক্লান্ত পরিশ্রম করেন ল্যাম্পপোস্ট এর সেচ্ছাসেবকরা । এবছরের ২য় পর্বের শীতবস্ত্র কর্মসূচী ২২ ডিসেম্বর পার্শ্ববর্তী রাণীশংকৈল উপজেলায় তারিখে পালন করা হবে। প্রসঙ্গত , প্রতিষ্ঠার পর থেকেই নানা ধরণের সামাজিক কাজ করে আসছে সংগঠনটি।